এম. এ কাদের : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন হাইওয়ে ইন রেষ্টুরেন্ট এর কর্মচারীদের মধ্যে গত ১৯ শে জুন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিরোধ সৃষ্টি হয়ে সংঘর্ষ বাধে, ও কয়েকজন গুরুত্বর আহত হয়ে মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় । পরে চিকিৎসারত রোগীর সহযোগিদের উপরেও একদল সন্ত্রাস বাহীনি হামলা চালায় ।
এ খবর পেয়ে ডিজিটাল প্রতিদিনের চীফ রির্পোটার সাংবাকি শাজাহান খান ঘটনাস্থলে পৌছে ছবি ও ভিডিও ধারনের সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন । এ সময় মাই টিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি এম. এ কাদের সাংবাদিক শাজাহান খান কে সন্ত্রাসীদের হাত থেকে উদ্বার করেন । খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ হাসপাতালে পৌছে , পুলিশের খবর পেয়ে সন্ত্রাস বাহীনির অধিকাংশ লোকজন পালিয়ে যায় ।
জনতা ও পুলিশের হাতে ৩/৪ জন সন্ত্রাসী আটকা পড়ে । আটককৃত সন্ত্রাসীদের বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার সেকেন্ড অফিসা আসিশ কুমার মৈত্র বলেন, যে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়ে ছিল কোন পক্ষ অভিযোগ দিতে স্বীক্ষার হয়নি এমনকি হাসপাতাল কর্তৃক কোন অভিযোগ না থাকায় তাই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ।
আর এ দিকে সাংবাদিক শাজাহান খান আজও চিকিৎসাদিন অবস্থায় হাসপাতালের সিট শয্যায় । এ ঘটনাকে রহস্য জনক বলে মাধবপুরবাসী দাবী করছে । সাংবাদিক শাজাহানের সাথে কথা বললে তিনি বলে যে, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন সমকালীন সময়ে সংবাদ প্রকাশ হয়েছিলো রাজাকারের ছেলের হাতে নৌকা এর প্রতিহিংসার সূত্রধরে সময় সুযোগে আমার উপর হামলা চালায় বলে মন্তব্য করেন । এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে ।