


দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : ইরাকের নাজাফে আবু তোরাব হাউজিং কোম্পানির একটি ঘরে দীর্ঘ ৭ মাস ধরে নিদারুণ কষ্টে দিন কাটছে ১৮০ বাংলাদেশীর। চুক্তি অনুযায়ী কাজ না দিয়ে গাদাগাদি করে রাখা হয়েছে তাদের। পরিবারের অভাব-অনটন দূর করে সুখ-শান্তি আনতে জমি-জমা বিক্রি করে ও সুদে টাকা নিয়ে ইরাকে গিয়ে এখন তারা মৃত্যুপথযাত্রী।দেশে ফিরিয়ে আনতে তারা আকুতি জানিয়েছেন প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে। দীর্ঘ ৭ মাসের নিদারুণ কষ্ট আর দেশে ফেরার কাকুতি-মিনতির আর্জির একটি ভিডিওচিত্র কাছে এসেছে। যাতে দুর্ভাগা বাংলাদেশীদের কষ্টের চিত্র ও দেশে ফিরে আসার আকুতি ফুটে উঠেছে।
বিপদগ্রস্ত এ সব বাংলাদেশী ও তাদের স্বজনদের ভাষ্যমতে, দিনে দুই বেলা একটা করে রুটি আর কলা খেয়েই কাটছে তাদের দিন। দীর্ঘ এ সময়ে দেশে ফিরে আসতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ঢাকার ক্যারিয়ার ওভারসিজ কনসালটেন্ট লিমিটেড (আরএল-৪০৩) এবং ইরাকে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত তাদের দেশে ফিরিয়ে আনতে বারবার শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন। এখন শুধু একটাই দাবি, যে কোনোভাবে দেশে ফিরতে চান তারা।
ভিডিওচিত্রে এক বাংলাদেশী হাতজোড় করে তাদের দেশে ফিরিয়ে আনার অনুরোধ করছেন। এ সময় অন্যরা হাউমাউ করে কাঁদছেন।
‘আমরা খেয়ে না খেয়ে আছি। অনেক মারধর করে আমাদের। অনেক নির্যাতন সহ্য করে আছি’-বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
আরেকজন বলেন, ‘বাংলাদেশ সরকারের কাছে আমরা জীবন ভিক্ষা চাই। আমরা সবাই খুবই যন্ত্রণার মধ্যে আছি।’
অন্যজন এ সময় বলেন, ‘আমরা সরকারের কাছে প্রাণ ভিক্ষা চাই। দেশে ফিরতে চাই। আমাদের দেশে ফেরার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। এ সময় অন্যরাও একই সুরে কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠেন, ‘আর কিছুই চাই না। আমরা দেশে ফিরতে চাই।’
নাম না জানা আরেক বাংলাদেশী বলেন, ‘ট্যাকা-পয়সার দরকার নাই। আমাদের জানটা বাঁচান। জীবনটা ভিক্ষা দেন। আমরা বাংলাদেশী নাগরিক। আমাদের দেশে নিয়ে যান। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। এখান থেকে আমাদের উদ্ধারের জন্য কী বাংলাদেশ সরকারের কেউ নেই।’
চলতি বছরের মে মাসের বিভিন্ন সময়ে এই বাংলাদেশীরা ঢাকার রিক্রুটিং এজেন্সি ক্যারিয়ার ওভারসিজ কনসালটেন্ট লিমিটেডের মাধ্যমে চাকরির উদ্দেশে ইরাকে যান। তাদের বাড়ি বাংলাদেশের ৮৭টি উপজেলার বিভিন্ন স্থানে। তারা ইরাকের নাজাফ শহরের আবু তোরাব হাউজিং লিমিটেড কোম্পানির অধীনে একটি ঘরে বন্দি জীবন কাটাচ্ছেন। চুক্তি অনুযায়ী ওই কোম্পানি এ সব বাংলাদেশীকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু চাকরি না দিয়ে ওই কোম্পানি একটি কক্ষে তাদের থাকার ব্যবস্থা করে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয় না ঠিক মতো। ঘর থেকে বের হলেই গুলি করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
এ নিয়ে গত ২৭ আগস্ট ‘ইরাকে নিরাপত্তাহীন ১৮০ বাংলাদেশী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনের বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ইরাকে অবস্থানকারী ১৮০ বাংলাদেশীর কীভাবে দিন কাটছে- তার একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র তুলে ধরা হয়। মানবাধিকার সংগঠন রাইটস যশোর, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিশুক) এবং বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলন হল যেন পরিণত হয় শোকসভায়। এতে ১৮০ বাংলাদেশীর মা-বাবাসহ স্বজনরা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
ছেলের কষ্টের কথা বলতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়াগ্রামের জাকিয়া বেগম বলেন, ‘আমি কিছুই চাই না। আমার একমাত্র ছেলেরে ফেরত চাই। ওর শোকে এক মাস আগে বাপটাও মইর্যা গেছে। ট্যাকা গেছে যাক, আমার গর্ভের ধনরে আপনারা দ্যাশে আইন্যা দেন।’ একমাত্র ছেলে রুবেল শাহের জন্য এমন আকুতি জানানোর পরপরই ডায়াস থেকে পড়ে জ্ঞান হারান জাকিয়া বেগম।
ইরাকে অবস্থানরত ঢাকার নবাবগঞ্জের দশরত মণ্ডলের স্ত্রী মমতা মণ্ডল শিশু বাচ্চাকে কোলে নিয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
তিনি বলেন, “জমি-জমা বিক্রি কইর্যা পাঠাইছি। আদমে (দালাল) বলে ‘আমি কী করব?’ এই যে কোলে বাচ্চা দেখছেন-ওর হার্টের সমস্যা। ট্যাকার অভাবে চিকিৎসা করাইতে পারি না। আপনারা এর ব্যবস্থা করেন।’’
সংবাদ সম্মেলনে ১৮০ বাংলাদেশীর কীভাবে দিন কাটছে-তার সংক্ষিপ্ত একটি ভিডিওচিত্র তুলে ধরা হয়। এই ভিডিও দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
কুষ্টিয়ার রুবেলের মা বানোয়ারা খাতুন বারবার মূর্ছা যাচ্ছিলেন একমাত্র ছেলের ভিডিওচিত্র দেখে।
তিনি বলেন, ‘ওর বাপে কোনো কাজ করতে পারে না। তাই জমি-জমা বিক্রি কইর্যা বিদেশে পাঠাইছি। কিন্তু বিদেশে যাইয়া যে তার এমন হবে তা কি জানতাম। হুনছি বাপরে নাকি পেশাব পায়খার পানি খেতে দেওয়া হয়। ওরে বাপরে-আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না।’
সংবাদ সম্মেলনে বিশিষ্ট আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘দিনের পর দিন ইরাকে বন্দী অবস্থায় থাকা ১৮০ বাংলাদেশীকে মুক্ত করে চুক্তি অনুযায়ী কাজ করার সুযোগ কিংবা ক্ষতিপূরণ দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে ধরনা দিয়েও কাজ হয়নি। এমনকি এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে কিংবা মামলা করলেও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।’
ড. শাহদীন মালিক স্বজনদের এ সব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘তারা কোথাও সাহায্য পায়নি। আমি মনে করি আপনার সহানুভূতি বা হস্তক্ষেপ ছাড়া কাজ হবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি কোন সরকার চালাচ্ছেন। যে সরকারের কোনো একটি প্রতিষ্ঠান দুর্বলের পক্ষে দাঁড়ায় না। এভাবে কোনো দেশ চলতে পারে না?’
শাহদীন মালিক বলেন, ‘আমাদের কেউ বিপদে পড়লে রাষ্ট্রের কাছে যাই। কিন্তু মনে হচ্ছে এ দেশ থেকে ইনসাফ চলে গেছে। তারা সংশ্লিষ্টদের সাহায্য সহযোগিতার পরিবর্তে হুমকি-ধামকির শিকার হচ্ছে। এভাবে তো একটা দেশ চলতে পারে না। আগামী ১৬ ডিসেম্বরের আগেই ১৮০ বাংলাদেশীকে দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার বলেন, ‘বৈধপথে বিদেশে যাওয়ার পরেও কর্মীরা বিপদে আছে। এটা দেখভালের দায়িত্ব রাষ্ট্রের এবং যারা পাঠিয়েছে তাদের। সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক অভিযোগ করেন, ‘কিছু কর্মীকে অন্য কোম্পানিতে কাজ দেওয়া হয়েছে বলে এক ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। এটা ওই ১৮০ জন বাংলাদেশীর মধ্যে বিভক্তি তৈরির জন্য করা হচ্ছে। প্রকৃতপক্ষে কোনো কর্মীকেই এখনও কাজ দেওয়া হয়নি।’
এ বিষয়ে ক্যারিয়ার ওভারসিজ কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম বদরুল আমিন বলেন, ‘১৮০ জন বাংলাদেশীর মধ্যে ৬৩ জনকে চাকরি দেওয়া হয়েছে। বাকিদেরও চাকরি রেডি। এ ব্যাপারে আমাদের ডকুমেন্ট আছে। কেউ কেউ হয়ত তাদের (১৮০ বাংলাদেশী) ভুল বোঝাচ্ছে।’