হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে রূপবাণু (৪৫) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে তার ছেলে ইয়াছিন (২৭)। এ ঘটনায় ছেলে ইয়াছিনকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
শাহপুর গ্রামের বাসিন্দা এবং ইউপি সদস্য আতাউর রহমান জানান, প্রায় ৭-৮ বছর আগে প্রথম স্বামীর (ইয়াছিনের পিতার) সংসার ত্যাগ করে গুলবাহার বর্তমান স্বামী আলী হায়দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকে ছেলে ইয়াছিন তাঁর নানাবাড়ি পাশের সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে বসবাস করতেন। বেশ কয়েক বছর ধরে ইয়াছিন মাদকাসক্ত হয়ে পড়ে।
উল্লেখ্য ,গতকাল বুধবার গুলবাহার বেগমের ছেলে ইয়াছিন মায়ের কাছে এসে টাকা চায়। মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াছিন দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে দুই টুকরা করে ।