মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা বাগানে ৯ সপ্তাহ যাবৎ রেশন-মজুরি বন্ধ। বিছিন্ন করে দেয়া হয়েছে বিদ্যুৎ-সংযোগ। নেই কোনো চিকিৎসাসেবা। বন্ধ হয়ে গেছে চা কারখানা। শ্রমিকদের ২৪ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না দিয়ে কর্তৃপক্ষ আত্মসাৎ করেছে। না খেয়ে মরছে চা শ্রমিকরা। বাগান বাঁচাতে এবার আন্দোলনে নেমেছেন চা শ্রমিকরা।
সোমবার সকাল থেকে বাগানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন শ্রমিকরা।
সমাবেশে বক্তব্য রাখেন, চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা নিপেন পাল, ইউপি সদস্য বাবুল চৌহান, চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রামনাথ কেউট ও সাধারণ সম্পাদক মনিব কর্মকার ও পম পলি হক।
বিক্ষোভ সমাবেশে লস্করপুর ভ্যালির ২৩টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একদিকে রেশন মজুরি বন্ধ অন্যদিকে শ্রমিকদের বিকল্প কোনো কাজের সুযোগ নেই। ফলে অনাহারে-অর্ধাহারে তারা জীবন-যাপন করছেন। পুরো চা বাগানটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অসুখে-বিসুখে মরছে শ্রমিকরা। কিন্তু আমাদেরকে দেখার কেউ নেই।
উল্লেখ্য, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ব্যক্তি মালিকানাধীন বৈকণ্ঠপুর চা বাগান অর্থ সংকটে পড়ে বন্ধ হওয়ার পথে। গত ১৭ই মে থেকে মজুরি তলব না পেয়ে শ্রমিকরা অর্ধাহারে অনাহারে দিনযাপন করছেন। প্রতিকার চেয়ে বাগানের শ্রমিকরা জেলা প্রশাসক, বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত দাবিনামা দিয়েছেন।
চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রামনাথ কেউট ও সাধারণ সম্পাদক মনিব কর্মকার জানান, হঠাৎ করে বাগান মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো যোগাযোগ না করে গত ১৭ই মে থেকে মজুরি বন্ধ করে দিয়েছেন। মজুরি না পেয়ে শ্রমিক পরিবারে শুরু হয়েছে অনাহার। চা শ্রমিকদের শিশু সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা ব্যাহত হচ্ছে। এই অবস্থায় তিন হাজার শ্রমিক পরিবারের মধ্যে চরম দুর্ভোগ নেমে এসেছে।
অমলা র্যালি নামে এক নারী চা শ্রমিক বলেন, হঠাৎ করে তলব বন্ধ করে দেয়ায় বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমরা দিশেহারা হয়ে পড়েছি। সরকার যদি আমাদের নজর না দেয় তাহলে ছেলে মেয়ে নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে।
বাগানের চলতি দায়িত্বে থাকা মরণ চক্রবর্তী জানান, টাকার অভাবে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। বাগান কর্তৃপক্ষ কোনো নোটিশ না দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা মজুরি বন্ধ করে দেয়ায় শ্রমিকরা মারাত্মক কষ্টের মধ্যে দিনযাপন করছে। বাগান কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বাগান মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।