মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ব্যবসায়ী শিবু সরকার হত্যা মামালার ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামে অভিযান চালিয়ে আরাধন সরকারের পুত্র নারায়ন সরকার (২৫), নুকুল সরকারের ছেলে সুবোধ সরকার(৪০), প্রফুল্ল সরকারের ছেলে প্রদীপ সরকার (৫০) এবং সুমন্ত সরকারের ছেলে জয়ন্ত সরকার (২৮)কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা আশিষ কুমার মৈত্র জানান। নিহত শিবু সরকার নিখোঁজের ৫দিনপর তার লাশ উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই নিবু সরকার বাদী হয়ে মাধবপুর থানায় গত ১১জুলাই ৮জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।