লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ও ধর্মপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
বুধবার বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ধর্মপুর মাঠে দরমপুর গ্রামের দুই দলের ফুটবল খেলা ছিল। ওই মাঠে মুড়িয়াউক গ্রামের ফুটবল টিমের সদস্যরা খেলতে চাইলে দরমপুর গ্রামের ফুটবল টিমের সাথে তাদের বাকবিতন্ডাহয়। এক পর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।
গুরুতর আহত অবস্থায় আব্দুল কাইয়ুম (২০), বাহার (২৫), মুখলিছ মিয়া (২৭), তৈয়ব আলী (৫০), মোতাব্বির (৪০), আব্দুল হক (৪০), জাকির (৪০), নুরুল আমিন (৪০) ও কালন (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মাঝে টেটাবিদ্ধ অবস্থায় কাইয়ুম ও বাহারকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।