মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসহ পৌর শহরের ভেতরে অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় রাস্তা দখল করে চৌকি ফেলে বাজারে ব্যবসা করার দায়ে ৬টি দোকান মালিকের নামে মামলা দায়ের করা হয় এবং ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, পৌর সচিব ইছাক ভুঁইয়া, এসআই আশীষ কুমার মৈত্র, মমিনুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা রাস্তার উপর অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল তাদের উচ্ছেদ করা হয়েছে এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।