হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে পুত্রের সাথে অভিমান করে আবিদা খাতুন (৫৫) নামে এক মা বিষপানে আত্মহত্যা করেছে।
তিনি ওই গ্রামের মৃত আব্দুল মতলিবের স্ত্রী। গত শুক্রবার রাত ৮ টায় তার পুত্র আব্দুল কাইয়ুমের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটকাটি হয়। এক পর্যায়ে সে তার মাকে গালমন্দ করলে ক্ষোভে ঘরে থাকা কিটনাশক পান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্তায় রাত ১১ টার দিকে আবিদা মৃত্যুর কোলে ঢলে পরে। সদর থানা পুলিশ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে।