শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী বিল্পব পালের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রেলওয়ে পার্কিংয়ে এ শোকসভার আয়োজন করে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ। এর আগে সকাল ৬টা থেকে দুপুর ১টা পযর্ন্ত দোকান পাঠ বন্ধ রেখে শোকসভা পালন করে ব্যবসায়ীরা।
শোকসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিন মিয়া।
শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন খানের পরিচালনায় বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ ব্যবাসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি মতিউর রহমান, সাবেক সহসভাপতি মুসলিম উদ্দিন ধনু, বিশিষ্ট ব্যবসায়ী দ্বীজেন্দ্র দত্ত, আব্দুল আহাদ, মেরাজ আহমেদ, ডাঃ আনিসুর রহমান, আবুল কাসেম শিবলু, বিলাল মিয়া, জিতু লস্কর, গাজীউর রহমান এমরান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ জুলাই ভোর সাড়ে ৪ টার দিকে উদয়ন আবাসিক এলাকার নিজ বাসায় লিভারসিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।