হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বাংলাদেশ কৃষি ব্যাংক চৌমুহনী শাখার কর্মকর্তাগণ ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেন মাসুকসহ কয়েকজন মেম্বার জড়িত রয়েছেন বলে জানা যায়। গত বৃহস্পতিবার(২১ শে জুলাই) চৌমুহনী কৃষি ব্যাংক শাখা কর্মকর্তাগণ শ্রমিকদের জব কার্ড ছাড়াই মেম্বারদের সাথে জোগসাজস করে বইয়ে ভূয়া টিপসহি দিয়ে আমজাদ হোসেন মেম্বার ব্যাংক থেকে টাকা উত্তোলন শুরু করে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ব্যাংকে উপস্থিত হলে আমজাদ হোসেন মাসুক মেম্বার তাদেরকে বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করে কিন্তু মেম্বারের সকল চেষ্টা ব্যর্থ হয়।
পরে স্থানীয় সাংবাদিকদের চাপের মুখে আমজাদ হোসেন মাসুক মেম্বার ব্যাংকে গোটা কয়েক শ্রমিক এনে কয়েকজন শ্রমিককে কিছু টাকা দিয়ে বাকী টাকা তিনি আত্মসাত করেন।স্থানীয় শ্রমিক মন্নর আলী অভিযোগ করে বলেন,আমি ও আমার ভাই জমির আলী এক সাথে কর্মসৃজন কর্মসূচিতে ৩০ দিন কাজ করেছি কিন্তু বিল পেয়েছি ২০ দিনের । মেম্বার আমাকে ১২শ টাকা মুজুরি দিয়েছে অথচ আমার ভাই জমির আলী কে ১৫ শ টাকা দিয়েছে।বাকী ১০ দিনের বিল পাওয়া যাবে না বলে দিয়েছে মেম্বার আমাদের কে। কর্মসৃজন কর্মসূচির শ্রমিক কমলপুর গ্রামের গণি মিয়ার স্ত্রী জোহরা খাতুন বলেন,আমি নিয়মিত কাজ করেছি আগের বিল নিয়েছি কিন্তু আজকে বিল নিতে আসলে মেম্বার বলে আমার নাকি ব্যাংকে কোন একাউন্ট তাই বিল পাব না ।
বৃহস্পতিবার (২১ শে জুলাই) সরেজমিনে চৌমুহনী কৃষি ব্যাংক শাখায় উপস্থিত হয়ে দেখা যায় কর্মসৃজন কর্মসূচির শ্রমিকরা তাদের বিল উত্তোলন করতে আসলেও কারও হাতে জব কার্ড পাওয়া যায়নি। দেখা যায় স্থানীয় মেম্বার আমজাদ হোসেন মাসুক নিজের কাছে শ্রমিকদের কার্ড জমা রেখেছিল পূর্বে কোন শ্রমিকের কাছে তারা কার্ড হস্তান্ত করেনি। শ্রমিকদের কাছে কার্ডের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন,কার্ড মাসুক মেম্বারের কাছে জমা আছে তিনি ব্যাংক থেকে বিল উত্তোলন করে আমাদেরকে বিল পরিশোধ করবে।
আমাদের নামে একাউন্ট আছে কি না জানি না কাজ করি মুজুরি পাই এটাই জানি।এ ব্যাপারে আমজাদ হোসেন মাসুক মেম্বার কার্ড তার কাছে জমা আছে বলে স্বীকার করেন। শ্রমিকদের জব কার্ড তার কাছে কেন জমা জানতে চাইলে তিনি বলেন উপজেলা প্রকল্প কর্মকর্তার কাছে থেকে বিল পাশ করতে কার্ড দেখাতে হয় তাই কার্ড আমাদের কাছে থাকে। কার্ডে কোন ইউনিয়ন পরিষদ/ উপজেলা প্রকল্প অফিসের কোন সীল স্বাক্ষর ছিল না।
জানা যায়,ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রকল্প অফিসের কোন সীল না থাকায় কিছু দিন পর পর বিল উত্তোলনের সময় শ্রমিকদের ছবি,স্বাক্ষর পাল্টিয়ে আমজাদ হোসেন মাসুক মেম্বারের নিজস্ব লোক দিয়ে বিল উত্তোলন করে আত্মসাত করে থাকে।
এ ব্যাপারে ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন,এ বিষয়ে আমার কোন দায়িত্ব নেই,তাই কিছু বলতে পারবো না। উপজেলা প্রকল্প কর্মকর্তা বলেন,আমরা অনেক আগেই বিল ছাড় দিয়ে দিয়েছি । শ্রমিকদের প্রত্যকের নামে ব্যাংকে একাউন্ট রয়েছে তারা প্রত্যকেই নিজেদের টাকা জব কার্ড দিয়ে একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবে কোন মেম্বার টাকা উত্তোলন করতে পারবে না। তারপরও কোন প্রকার অনিয়মের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিব।
এ ব্যাপারের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য বার বার মোবাইলে যোগযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। উল্লেখ্য এর পূর্বে ৮নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেন মাসুকের বিরোদ্ধে বিধবা ভাতার কার্ড দেওয়ার নাম করে টাকা আত্মসাত করার অভিযোগসহ বিভিন্ন দফতরে বিভিন্ন অভিযোগ দাখিল করেছে স্থানীয় জনগণ।