কামরুজ্জামান আল রিয়াদ ॥ শায়েস্তাগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মৌলবাদ বিরোধী গণ-সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ প্রশাসন। এর আগে শায়েস্তাগঞ্জের বিভিন্ন হাইস্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে ছাত্র-ছাত্রীরা সমাবেশে অংশগ্রহণ করে।
সমাবেশের শুরুতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাসবাদ কখনো সমর্থন করেনা ইসলাম। স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরকে পড়াশুনার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে ধারণা দেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ জানান তিনি।
এমপি আবু জাহির আরো বলেন, বিএনপি-জামায়াত মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। বোমা হামলা করে দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে তারা।
তাই সবাইকে সরকারের উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি হাজী মোক্তার হোসেন,শায়েস্তাগঞ্জ পৌর কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, জহুর চান বিবি মহিলা কলেজের গর্ভনিং বডির সদস্য আব্দুল্লাহ সরদার, সদর উপজেলার যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, ডিগ্রী কলেজ গর্ভনিং বডির সদস্য মোঃ আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম,শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, শায়েস্তাগঞ্জ সমাবেশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক প্রমুখ।