লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় দারিদ্র বিমোচন ও আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এলাকার প্রায় দুই শতাধিক বেকার যুব মহিলাদের নিয়ে তিন মাস ব্যাপি দর্জি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
শুক্রবার সকালে তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু হয়।
মিতালী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ব্যবস্হাপনা পরিচালক এম এ আউয়ালের সঞ্চালনায় আলহাজ্ব অধ্যাপক শফিকুল ইসলাম (জজ মিয়া)’র সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফয়েজুন্নেছা, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (মলাই)।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃআমিরুল ইসলাম (আলম), ইউপি সদস্য সাঈদ খোকন, সাবেক ইউপি সদস্য আশফাকুর রহমান (আশিক) , আইয়ূব আলী, এ কে এম জিয়া, রাশিদুল হাসান (খোকন) এমদাদুল হক।
প্রশিক্ষনের আয়োজন করে মিতালী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার।