নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহি বাস চাপায় এক অজ্ঞাত পরুষ(৫০) পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন। পলাতক বাসটি আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছে শ্যামলী পরিহবনের একটি বাস এ ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই বেলাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।