লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রামে পানি নিষ্কাষণ নিয়ে দুইদল লোকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
সোমবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের জামায়াত নেতা মাওলানা বিল্লাল আহমেদের সাথে প্রতিবেশী আওয়ামী লীগ নেতা গুলজার আলীর বাড়ির পাশের রাস্তায় পানি নিষ্কাশন নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ওই সময় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় গুলজার (৫০) ও সুহেল মিয়া (৩০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।