খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে ছফিনা-নূর ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে ছফিনা-নুর ফাউন্ডেশনের সভাপতি আমিন আলী মাষ্টারের সভাপতিত্বে ও মিরাশী ইউপি আওয়ামীলীগের সেক্রেটারি আবদুস ছামাদ আজাদ মাষ্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সাংসদ এডঃ মাহবুব আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেন জিতু, সাংগঠনিক সম্পাদক সজল দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, নরপতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, দেওরগাছ ইউপির চেয়ারম্যান শামছুন নাহার, পাইকপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শামচ্ছুজ্জামান শামীম, শানখলা ইউপির চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার, উবাহাটা ইউপির চেয়ারম্যান রজব আলী, সাংবাদিক খন্দকার আলাউদ্দি প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন- চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন।
বক্তব্য রাখেন-চন্দ্রমলিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকুমার সিংহ, সাহিত্য সংস্কৃতি পরিষদের সেক্রেটারি বিদ্যুৎ পাল, উপজেলা ছাত্রলীগেরর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, ছাত্রলীগ নেতা সাহজাহান সামী। ছফিনা-নুর ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি মোমিন আলীর অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবার উপজেলা ২০টি স্কুলের ৪শ’ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেন।