


আব্দুর রাজ্জাক রাজুঃ রাজার বাজার খোয়াই স্টেডিয়াম কে সত্যিকারের স্টেডিয়ামে রূপান্তরিত করা হবে।আজ খেলাধুলা না থাকায় যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে।তাই জনপ্রতিনিধি ও সমাজপতিদের মধ্যেমধ্যে খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
অচিরেই খোয়াই খেলার মাঠে খেলোয়াড়দের ডেসিং রুম ও বিশুদ্ধ পানি পানের জন্য টিউবওয়েল বসানোর হবে।আজ শুক্রবার বিকেলে চেয়ারম্যান রমিজ উদ্দিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্ভোধনের সময় হবিগঞ্জ ৪ আসনের সাংসদ এড. মাহবুব আলী এমপি কথা গুলো বলেন।
সাবেক পিপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.আকবর হোসেইন জিতুর সভাপতিত্বে উদ্ভোধনী খেলায় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর মহালদার,পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, গাজিপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর খান,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাছন আলী মেম্বার,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন,উপজেলা মেম্বার সমিতি’র সেক্রেটারি দুলাল ভূঁইয়া, বিশিষ্ট মুরুব্বি ওয়াহেদ ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হাই প্রিন্স প্রমুখ।
উদ্ভোধনী খেলায় আহম্মদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড মিরাশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে ১-0 গোল এ পরাজিত করে।