নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় কুকড়ের কামড়ে আহত সঞ্জিত দাস (৩০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার সকাল ৯টার দিকে সদর হাসপাতালে তিনি মারা যান।
সে উপজেলার মধুপুর গ্রামের হরিবল দাসের পুত্র।
সম্প্রতি তাকে একটি বেওয়ারিশ কুকুর তাকে কামড় দেয়। কিন্তু তিনি চিকিৎসা না করিয়ে বিভিন্ন কবিরাজের কাছে ঝাড় ফুঁকের মাধ্যমে চিকিৎসা করান।
তার অবস্থা আশংকাজনক হলে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। এক পর্যায়ে শনিবার সকালে তিনি মারা যান।