ডেস্ক : শেষ পর্যন্ত পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা। যা শুরু হচ্ছে বুধবার থেকে। তবে কালকের নির্ধারিত বাংলা ১ম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার সকাল ৯টায়।
অন্য পরীক্ষা হবে যথাসময়ে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসএসসি পরীক্ষার স্বার্থে হরতাল-অবরোধ প্রত্যাহার না করায় ২০ দলের কঠোর সমালোচনাও করেন, তিনি।
প্রায় ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থী যখন ব্যস্ত পড়ার টেবিলে ঠিক তার শুরুতেই বড় ধাক্কা। সহিংস রাজনীতির আচড় দাগ কাটলো কোমলমতি শিক্ষার্থীদের মনে।
আগের নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার, বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০ দলের টানা অবরোধের মাঝেই হরতাল কর্মসূচির কারণে পরীক্ষা শুরুটাই স্থগিত দিয়ে।
পরীক্ষা নিয়ে সবার মাঝে যখন চরম উৎকন্ঠা তখন শিক্ষা মন্ত্রণালয়ের এই বৈঠক। যাতে হরতাল প্রত্যাহার না করায় ক্ষোভ জানালেন শিক্ষামন্ত্রী।
জানান, হরতালের কারণে স্থগিত হয়েছে প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এটি অনুষ্ঠিত হবে শুক্রবার। আর অবরোধে পরীক্ষা চললেও হরতালে তা না হওয়ার ইঙ্গিত মিলেছে শিক্ষামন্ত্রীর বক্তব্যে।
এর কিছুক্ষণ পরই সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তায় প্রতি কেন্দ্রে কমিটি করে স্বাভাবিক রাখা হবে আইন শৃংখলা পরিস্থিতি।