চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের মৃত বাবর আলীর পুত্র আফরোজ মিয়া (৩০) সিএনজি ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই আলমাছ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ মহদিরকোনা গ্রামে অভিযান চালিয়ে সিএনজি ছিনতাইকারী আফরোজ মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, আফরোজ মিয়া সিএনজি চুরিতে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে।