রায়হান আহমেদ, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে বালুবাহী ড্রাম ট্রাক ও টমটমের সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার চাঁনভাঙ্গা তেমুনিয়া নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। এতে টমটমের চার যাত্রী গুরুতর আহত হন।
আহতরা হলেন উপজেলার রামশ্রী গ্রামের মুনছব আলী (৫৫), বালিয়ারি গ্রামের আ. হকের ছেলে মো. সেলিম মিয়া (৪৫) ও মজিদ মিয়ার ছেলে এমরান মিয়া (১৮)।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে মুনজব আলীকে কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত মুনছব আলী একজন ভিক্ষুক। অন্যদিনের মতো আজ সে ভিক্ষা শেষ করে টমটমে বাড়ি ফিরছিল। টমটমটি চাঁনভাঙ্গা তেমুনিয়া নামক স্থানে পৌঁছলে পেছন থেকে একটি বালুবাহী ড্রাম ট্রাক অসম ধাক্কা দেয়।
ফলে টমটম ভেঙ্গে চৌচির হয়ে যায় ও আরোহীরা গুরুতর আহত এবং পরে একজন নিহত হন। স্থানীয়রা ড্রাম ট্রাকটিকে আটক করেন। তারা বালুবাহী এসব ট্রাক, ট্রাক্টরের বেপরোয়া চলাচল বন্ধের দাবী জানান।