সৈয়দ হাবিবুর রহমান ডিউক ॥ ঢাকা সিলেট মহাসড়কের অলিপুর এখন শিল্পনগরীতে পরিণত হয়েছে।
অলিপুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাণ, স্কয়ার, তাফরিদ এরম ত বড়বড় কোম্পানী।
হাজারো মানুষের সমাগমে অলিপুর এখন ব্যবসা বাণিজ্যের ও প্রাণকেন্দ্র হিসেবে হয়ে উঠছে। প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ হাজারো মানুষ চলাচলের জন্য ঢাকা সিলেট মহাসড়কটি ব্যবহার করে থাকেন। প্রতি দিন সকালে ও সন্ধ্যায় রাস্তায় লেগে থাকে অনেক জ্যাম। রাস্তা পার হওয়ার জন্য এসময় সকলকেই অনেক হয়রানীর সম্মুখীন হতে হয়। প্রায়ই এখানে ঘটছে নানা অপরিকল্পিত দূর্ঘটনা।
এ এলাকার মানুষের দাবী অলিপুরে একটি ফ্লাইওভার নির্মাণ করা হলে সকলের চলাফেরায় অনেক সুবিধা হত।
এ ব্যাপারে অলিপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম সরদার এর সাথে কথা বললে তিনি বলেন অলিপুরে একটি ফ্লাইওভার নির্মাণ করা হলে জনসাধারণের অনেক উপকার হত। তিনি এ ব্যাপারে হবিগঞ্জ লাখাই থেকে নির্বাচিত এড: মো: আবু জাহিরের সুদৃষ্টি কামনা করেন।