চুনারুঘাট প্রতিনিধি : সমবায় অধিদপ্তরের জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে চুনারুঘাট উপজেলার ৫টি সমবায় সমিতির ২৫জন সমবায়ীকে নিয়ে একদিন ব্যাপী এক ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ উপজেলা সভা হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার এমরানুল হক সাহেবের পরিচালনায় উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের উপ-সহ: নিবন্ধক মোঃ সৈয়দ আহমদ, মোস্তফা কামাল, প্রশিক্ষক, কৃষি কর্মকর্তা প্রিয়ধন, সমবায়ের আইন ও বিধিমালা নিয়ে সমবায়ীদেরকে জ্ঞানগর্ভ দিক নির্দেশনা দেওয়া এবং আর্থসামাজিক উন্নয়নে উদ্যোক্তা তৈরীর জন্য সমবায়িদেরকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মোঃ কাউছার মিয়া, অডিট অফিসার জেলা সমবায় কার্যালয়, হবিগঞ্জ। হবিগঞ্জ সিসি.এম.পি.এস. চেয়ারম্যান ফারুক আহমেদ। ক্রীড়াবিদ ও চুনারুঘাট ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতির অন্যতম সদস্য শফিউল আলম শাফি, মোঃ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক, চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাব। বীর মুক্তিযোদ্ধা কবির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর, বীর মুক্তিযোদ্ধা আঃ গফ্ফার, মোঃ মরাজ মিয়া, সম্পাদক, গোয়াছপুর বহুমূখি সমবায় সমিতি। মিজানুর রহমান সোহাগ, মিরাশী ইউনিয়নের সমবায় সমিতি ও শ্রীতিন্দ্র চন্দ্র দেব, শাহ্ মোহাম্মদ বারিক, স্বপন সাই রাসেল প্রমূখ।