হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি অটোরিকশা উল্টে মহিলাসহ ৫ যাত্রী আহত হয়েছে।
শুক্রবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, কালাউক থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জে আসছিল। সিএনজিটি রিচি এলাকার লংলা ব্রীজের নিকট পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে নিভা রাণী সূত্রধর (৩০), হৃদয় সূত্রধর (১৫) ও নিরঞ্জন সূত্রধর (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।