নিজস্ব প্রতিনিধি : বখাটেদের হামলায় শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র জাহাঙ্গীর আলম (১৪) আহত হওয়ার ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা মিলে স্কুল ছাত্র জাহাঙ্গীরের উপর অতর্কিত হামলা চালালে, সে আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায়। এনিয়ে সংশ্লিষ্ট এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, স্কুলে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগদান করতে এসেছিল জাহাঙ্গীর। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কারণে বখাটেরা তার উপর হামলা চালায়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান- বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।