চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বাঘমারা গ্রামের সুরুজ আলীর পুত্র মোঃ সাহেদ মিয়া (৩৫) এর হত্যা মামলার আসামী আব্দুস সালাম গ্রেফতার হয়েছে।
জানা যায়, গত ২১জানুয়ারী শনিবার বেলা ২ঘটিকায় সুরুজ আলী নিজ বসত বাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাহেদ আলীকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে নিহত সাহেদ আলীর পিতা সুরুজ আলী বাদী হয়ে চুনারুঘাট থানায় ১৬জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫/২০১৭।
উক্ত এজাহারভুক্ত মামলার ৩নং আসামী উপজেলার দেওরগাছ ইউনিয়নের নোয়ানী বনগ্রাও গ্রামের মৃত হাজী আব্দুর রহমানের পুত্র আব্দুস সালাম (৪৫) কে চুনারুঘাট থানার এসআই বিপ্লব চন্দ্র কুমার এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মৌলভীবাজার আইল হাওর এলাকা নামক স্থান থেকে আব্দুস সালামকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায় সাহেদ আলী হত্যার ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক ছিল। এ ব্যাপারে চুনারুঘাট থানা ওসি নির্মলেন্দু চক্রবর্তী হত্যার ঘটনাটি নিশ্চিত করেন। হত্যা মামলা আসামী আব্দুস সালাম গ্রেফতার হওয়াতে এলাকায় স্বস্তির নি:শ্বাস ফিরে এসেছে।