চুনারুঘাট প্রতিনিধি : বাল্যবিবাহ মুক্তকরণ,জঙ্গিবাদ দমন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন রোধ,যৌতূক নিরোধ, মানসম্মত শিক্ষা বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ।
১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিয়ন হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম ও বিশেষ অতিথি চুনারুঘাটের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন।
বক্তব্য রাখেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী,বিজিবি বাল্লা ক্যাম্প কমান্ডার জয়েন উদ্দিন,প্যানেল চেয়ারম্যান ও রেমা চা বাগানের ব্যবস্থাপক বাবু নির্মল চন্দ্রদেব,মুক্তিযোদ্ধাদের পক্ষে তাজুল ইসলাম চৌধুরী,চুনারুঘাট থানার পক্ষে এস আই মোখলেছুর রহমান,শিক্ষক কাজী আঃ মান্নান ও মাদ্রাসা শিক্ষক আবু তাহের প্রমুখ।
এছাড়া ও আরো উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী আনিছুর রহমান,চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু,যুবলীগ নেতা ইমন চৌধুরী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের অফিসার মতিউর ররহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নুরন নবী ও সাংবাদিক ফারুক আল মুছা।