চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে হযরত গাউছুল আযম শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী (রাঃ) স্মরণে পড়াঝার মুন্সীবাড়ী গাউছিয়া সুন্নীয়া খানকা শরীফের ১৭তম উরস মাহফিল ও পড়াঝাড় গাউছিয়া সুন্নীয়া আফছার তালুকদার হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে সুন্নী কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
বুধবার বাদ আসর হইতে সারারাত্র ব্যাপী উক্ত সুন্নী কনফান্সে অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ও মাদ্রসার প্রতিষ্ঠাতা মাওলানা ও ক্বারী হাফেজ জাকির আল হুসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন সুন্নী জনতার নয়নমনি বিশিষ্ট আলেমেদ্বিন আল্লামা মুফ্তি রুহুল কদ্দুছ রেজবী সুন্নী আল কাদেরী।
শুভাগমন করবেন হাজী আলিম উল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল পীরে কামেল উস্তাদুল উলামা মোফাচ্ছিরে কোরআন আল্লামা এ.কে আফছার আহমদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন পীরে তরিক্বত মুজিবুর রহমান জালালী, আদমপুর সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, চলিতারআব্দা আফছার আহমেদ তালুকদার মহিলা দাখিল মাদ্রসার হযরত মাওলানা নুরুল আমিন, উদিয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা ক্বারী মামুনুর রশিদ।
এছাড়াও আরও সুন্নী উলামায়ে কেরাম পীর মাসায়েক মসজিদের ইমামসহ এলাকার মুরুব্বীয়ান কেরাম ও সুধীবৃন্দ উপস্থিত থাকবেন। এতে আপনার উপস্থিত থাকিয়া দুনিয়া ও আখিরাতে সওয়াব আছিল করুণ।