নিজস্ব প্রতিনিধি: প্রতিবারের মতো এবারও বাহুবল মডেল প্রেস ক্লাবের সাংবাদিকরা স্বপরিবারে আনন্দ ভ্রমনে যাচ্ছে আজ শুক্রবার।
সকাল ৭টায় বাহুবল সদর থেকে মাধবকুন্ড জলপ্রপাতের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে।
সেখানে পৌঁছার পর দর্শণীয় স্থানে ঘুরাঘুরি ছাড়াও খেলাধুলা, লাকি কূপনের ড্র, সং®কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারের আনন্দ ভ্রমণে প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ ছাড়াও সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক পদস্থ ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। আনন্দ ভ্রমণকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে আয়োজক উপ-কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।