আজিজুল হক নাসিরঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা ছনবাড়ী নামক স্থান থেকে অভিযান চালিয়ে ৭৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
জানা যায়,গত রবিবার রাত ১১ টায় বিজিবির নিজস্ব গোয়েন্দা( ভিআইপি) এর গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবিকে নিয়ে অভিযান চালান বিজিবি৫৫ ব্যাটলিয়নের চিমটিবিল ক্যাম্পের সুবেদার দবির উদ্দিন।
এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় বস্তায় রাখা ৪৯ বোতল ম্যাক দোয়েল ও ২৯ বোতল অসি ব্লু মোট ৭৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার সিজার মূল্য ১ লক্ষ ১৭ হাজার টাকা।