মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় মা ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ঘিলাতলি গ্রামের পিন্টু দেবের স্ত্রী মিলি দেব (২১) ও তার দেড় বছরের ছেলে পতিক দেব।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে সকলের অগোছড়ে মা ছেলে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা্ করে। খবর পেয়ে পুলিশ মা ছেলের লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মিলি দেবের বাবার বাড়ি মৌলভীবাজার জেলায় বলে জানা গেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।