চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানস্থ এলাকা সাওতাললেন থেকে অভিযান চালিয়ে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের লেন্স নায়েক এরশাদ হোসেন জানান, ২৫ ফেব্রুয়ারী রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাওতাললেন নামক স্থানে তার নেতৃত্বে উঁৎ পেতে বসে থাকে একদল বিজিবি।
সংবাদ দাতার নিশ্চয়তার ভিত্তিতে রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষার পর সাওতালেনের খেলার মাঠে গাঁজা বহনকারীদের আঁচ পেয়ে ধাওয়া করলে তারা গাঁজার বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।