প্রেস বিজ্ঞপ্তি ॥ ছাত্রদলের নবগঠিত শায়েস্তাগঞ্জ থানা, পৌর ও শায়েস্তাগঞ্জ কলেজ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন।
গত বুধবার সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করে। এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তারেক, তুহিন, কাশেম, রুহুল আমিন, আলামিন, রুখন, সাইফুল, শোয়েব, সোহান, অলিম, রনি, ইমরান, ইসমাঈল, রজব আলী, লুৎফুর, শিপন, সুজন, আজমান, সায়মন প্রমুখ। এদিকে, নবগঠিত শায়েস্তাগঞ্জ পৌর ও কলেজ কমিটি থেকে পদত্যাগ করেছেন ৫ নেতা। তারা হলেন- শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদল নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সোয়েব মিয়া, আলী আকবর শিপন, লুৎফুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক তোফাজল হোসেন তোফা ও কলেজ ছাত্রদল নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন।
সমাবেশে পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের গঠনতন্ত্র উপেক্ষা করে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি ঘোষণা করেছেন। এরমধ্যে থানা ছাত্রদলের আহবায়ক আল আমিন সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাসিন্দা হলেও তাকে শায়েস্তাগঞ্জ থানা কমিটির আহবায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ জামান রিপন বিবাহিত, পৌর ছাত্রদলের আহবায়ক পারভেজ বিবাহিত, সিনিয়র যুগ্ম আহবায়ক এস এসসি পাশ করেনি এবং কলেজ ছাত্রদলের আহবায়ক কাউসার আহমেদ লেখাপড়া বাদ দিয়ে প্রাণ কোম্পানীতে চাকুরী করছেন।
ছাত্রদল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার আল আমিন সোহাগকে আহবায়ক, শাহ জামান রিপনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১৮ জনকে যুগ্ম আহবায়ক করে শায়েস্তাগঞ্জ থানা, পারভেজ আহমেদকে আহবায়ক, নুরে আলমকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১৬ জনকে যুগ্ম আহবায়ক করে পৌর ও কাউছার আহমেদকে আহবায়ক, রায়হান আহমেদকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১৬ জনকে যুগ্ম আহবায়ক করে শায়েস্তাগঞ্জ কলেজ কমিটি অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী। এরপরই পদবঞ্চিত নেতাকর্মীরা কমিটি না মেনে আন্দোলনের ডাক দেন।