নিজস্ব প্রতিনিধি ॥ ‘দুর্নীতি করব না, দুর্নীতি হতে দেব না’ এই শ্লোগান নিয়ে হবিগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়গুলোর সততা সংঘের দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের প্রধান সড়কে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয়।
এর আগে সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই।
এসময় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: সফিউল আলম ও জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান উপস্থিত ছিলেন। তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারি ও জনপ্রতিনিধিবৃন্দ। বিশাল মানববন্ধনে দুর্নীতির মতো মহা অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে রক্ষার অঙ্গীকার করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও বেলুন নিয়ে তা থেকে বেরিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান।