মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার সকালে উপজেলার বিষ্ণুপুর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালায়।
এসময় পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।