নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে দুই মাদক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা পুুলিশ।
আটককৃতরা হল সুনামগঞ্জ জেলার ধরমপাশা থানার দশধবী ধরদবী গ্রামের রকিবুল ইসলাম রবি (৩৫) ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পেরিরচর গ্রামের আবু চান মিয়ার পুত্র রতন মিয়া (৩০)।
গতকাল মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুুলিশ জানায়, আটকৃত দুই ব্যক্তি অভিনব কায়দায় নতুন ব্রীজ এলাকা দিয়ে গাঁজা পাচার করতে যাচ্ছিল। জানতে পেরে জেলা গোয়েন্দা পুুলিশ কৌশলে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।