এস এইচ টিটু : প্রচণ্ড গরমে নূরপুর ইউনিয়নের সুতাংবাজারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।সুতাংবাজার এবং বাছিরগঞ্জ বাজারের সকল ফার্মেসিগুলোতে প্রতিদিন বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বিশেষ করে তাপদাহ বৃদ্ধির কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত গরমের কারণে মানবদেহে সৃষ্ট পানি শূন্যতায় এবং দূষিত খাদ্য ও পানীয় পানের ফলে বিপুলসংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া থেকে মুক্ত থাকতে রাস্তার শরবত, কাটা ফল-মূল ও খোলা খাবার না খেতে পরামর্শ দিয়েছেন তারা।
সূত্র জানায়, এপ্রিলের শুরু থেকে ফার্মেসিগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসতে শুরু করেছে।এখন পর্যন্ত মারাত্মকভাবে ডায়রিয়ায় আক্রান্ত কোনো রোগীর খবর পাওয়া যায়নি।
নূরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উ.স.ক.মেডিকেল অফিসার ডা.বিষ্ণু পদ রায় বলেন, এ সময়ে ডায়রিয়া সাধারণত গ্রীষ্মকালীন তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে হয়ে থাকে।এটি সাধারণ একটা সমস্যা।একটু সচেতন হলে আর এ রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে না।তিনি বলেন, এটি খুবই সাধারণ ডায়রিয়া।এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।এ ধরনের রোগীরা দুই থেকে তিনদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।তবে নিয়মিত ওরস্যালাইন খেতে হবে।