মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ কৃষি ঋণ মওকুপ, শর্তহীনভাবে কৃষকের মাঝে নতুন করে কৃষিঋণ প্রদান, ভূক্তভোগী কৃষকের মাঝে রেশনিং ব্যবস্থা চালু করা, সর্বোপরি হবিগঞ্জের হাওর অঞ্চলকে বিশেষ করে লাখাই, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণার দাবী জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি।
বুধবার বিকাল ৩টায় পার্টির জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা কমিটির বর্ধিত সভায় এ দাবী জানানো হয়।
জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির নেতা এডভোকেট হাসান তারিক চৌধুরী, মৌলভীবাজার জেলা কমিটির সহসাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, জেলা কমিটির নেতা কমরেড আব্দুর রশিদ, মুজিবুর রহমান, কৃষক ও ক্ষেতমজুর নেতা আকবর আলী, মোঃ কামরুজ্জামান বাহার, মোঃ সাহেব আলী, মোঃ সামছু মিয়া ও মোঃ রুকু মিয়া। সভায় বক্তাগণ দেশে বর্তমানে কৃষকের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন এবং এ ব্যাপারে সরকারের মন্ত্রী সচিব সহ কর্মকর্তাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং বলেন উপহাস না করে ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে দাঁড়ান। পর্যাপ্ত সহায়তা দিয়ে কৃষিশিল্প ও কৃষককে বাঁচান। তা না হলে কৃষক সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠলে সামাল দেয়া কঠিন হবে।
বক্তাগণ কৃষকের পাশে দাঁড়ানোর জন্য পার্টির সকল কমরেডদের নির্দেশ প্রদান করেন। এছাড়াও ভাস্কর্য নিয়ে হেফাজতের সঙ্গে সরকারের সখ্যতা, বিষধর সাপের সাথে খেলা করার সামিল বলে মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের চেতনার সাথে যুক্ত ভাস্কর্য ধ্বংস করার মাধ্যমে সাম্প্রদায়িক একটি মহল মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করার পায়তারা করছে। তাই এ ব্যাপারে সকলকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান।