আজিজুল হক নাসিরঃ শায়েস্তাগঞ্জের হাফিজপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গরু বোঝাই ট্রাকের চাকা পানচার হয়ে চালক ও হেলপার আহত হয়েছে।
পুলিশ সুত্রে জানাজায়, সোমবার সকাল ৭টায় মৌলভীবাজারগামী গরু বোঝাই ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর নামক স্থানে এসে পৌঁছালে ট্রাকের চাকা পানচার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
এতে চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে।
আহত চালকের পরিচয় জানা যায়। সে সিরাজগঞ্জের ব্রম্ম কপালিয়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র রফিক মিয়া (৩৫)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ও দুর্ঘটনায় কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।