বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার প্রত্যন্ত দৌলতপুর ইউনিয়নের চকবাজারে রাতের আঁধারে বোমা বিষ্ফোরণের অভিযোগে চার যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় পলাতক থাকার অভিযোগে আরো দু’জনকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ।
গত ১১ মে দুপুরে গ্রেফতারকৃতরা হচ্ছে দৌলতপুর গ্রামের শেখ সামছুল কিবরিয়ার পুত্র শেখ সোহান সাদ ওরফে বারা আব্দুল্লাহ (২২), একই গ্রামের মৃত মোশাররফ হোসেন মুন্সির ছেলে মোবাশ্বির হোসেন (২১), মৃত ওসমান গণির ছেলে আব্দুল কদ্দুছ (২৪) ও হোসেন আহম্মদ এর ছেলে মোঃ খালেদ আহাম্মেদ (২৪)।
এছাড়া দৌলতপুর গ্রামের মৃত আম্বর আলীর ছেলে ছফু উল্বা (২৪) ও চাঁদপুর জেলার সালাহ উদ্দিন (২৫) কে গ্রেফতারের জন্য পুলিশ খুঁজছে। উল্লেখিত ছয়জনের বিরুদ্ধে পুলিশ থানায় বিষ্ফোরক আইনে মামলা রুজু করেছে (মামলা নং-১২, তারিখ-১১/৫/১৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ মে রাত ৯ টার দিকে দৌলতপুর চকবাজারস্থ সেগুন মিয়ার মার্কেটে মোঃ কদ্দুস এর মালিকানাধীন আল মদিনা টেইলার্স ছিটঘর এন্ড সু-ষ্টোর নামক দোকানের পিছনে বিকট শব্দে বোমা (বিষ্ফোরক দ্রব্য) বিস্ফোরিত হলে জনমনে আতংকের সৃষ্টি হয়। এ ঘটনার রহস্য উদঘাটনে মাকুর্লী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম একটি জিডি (নং-২১৮) করেন।
জিডি’র সূত্র ধরে তদন্তে নামে বানিয়াচং থানা পুলিশ। তদন্তে ঘটনার সাথে জড়িত থাকার প্রমান পেয়ে গত বৃহস্পতিবার পুলিশ দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল চকবাজারে অভিযান চালিয়ে চকবাজারস্থ সেগুন মিয়ার মার্কেটে মোঃ কদ্দুস এর মালিকানাধীন আল মদিনা টেইলার্স ছিটঘর এন্ড সু-ষ্টোর এর পিছন থেকে বিষ্ফোরিত বোমার আলামত হিসেবে কিছু উপকরণ উদ্ধার করে।