নজরুল ইসলাম তালুকদার, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জের বানিয়াচং তকবাজ খানী গ্রাম ও মিনাট গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষে যুবক নিহতের ঘটনা গ্রাম্য শালিসে নিস্পত্তি হয়েছে। বৈঠকে মিনাট গ্রামবাসীর ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টায় স্থানীয় আইডিয়াল কলেজ মাঠে হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপির সভাপেিত্ব শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাষ্টার, ,সেক্রেটারী ইকবাল হোসেন খান,ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান,ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন,ওয়ারিশ উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, মাওলানা আব্দাল হোসেন খান,সহ শতাধিক গ্রাম্য মুরুব্বীরা অংশ গ্রহন করেন। এতে মিনাট গ্রামবাসীকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা থেকে সংঘর্ষের দিন ক্ষতিগ্রস্ত ঋষি পরিবার গুলোকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। ২ লাখ টাকা নিহত আক্তারের মাকে দেওয়া হবে। বাকী সাড়ে ১২ লাখ টাকা আক্তার মিয়ার স্ত্রী সন্তানকে পরিবানমত বন্টন করে দেওয়া হবে। এদিকে জরিমানার টাকা বন্টন ও উভয় পক্ষের মামলা মোকদ্দমা নিস্পত্বির জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য গত ৪ ডিসেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দে স্থানীয় আরসি পাড়া মাঠে তকবাজখানী বনাম মিনাট গ্রামের বয়স্ক খেলোয়াড়দের আল রাফি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ওই খেলায় একটি গোলকে কেন্দ্র করে উভয় গ্রামবাসীর মাঝে ২ ঘন্টা ব্যাপী ভয়াবহ সংগ্রর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। গুরুতর আহত তকবাজখানী গ্রামের রজব আলীর পুত্র আক্তার (২৭) ৮ ডিসেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্য বরন করে। ৯ ডিসেম্বর নিহত আক্তারের পক্ষে গ্রাম্য সরদার মুশফিকুর রহমান বাদী হয়ে ১শ ২০জন ও অজ্ঞাত ১০০/১২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৩,১৫/১২/১৬।