চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুনারুঘাটে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা,ক্ষুদে শিল্পীদের নৃত্য ও মা’কে নিয়ে গানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিদ্যুৎ পালের সঞ্চালনায় আলোচনা সভায় মাকে নিয়ে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, মাষ্টার আঃ সামাদ আজাদ, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, শফিউল আলম শাফী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সুজন, নাছির উদ্দিন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।