মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৬ মাদক ব্যবসায়ী ভাল হয়ে যাবার অঙ্গীকার করেছেন।
রোববার (১৪ মে) রাতে এক সভায় তারা এ অঙ্গীকার করেন।
মাধবপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে রোববার রাতে পৌর শহরের ৩নং ওয়ার্ডে এক সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় কাউন্সিলর বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ৬ মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক ব্যবসা ছেড়ে ভাল হয়ে যাবার অঙ্গীকার করেন।