মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আব্দুল হক (২৭) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই আতাউর রহমানের নেতৃত্বে এ.এস.আই রাসেল ও এ.এস.আই শামছুদ্দিন সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ নামক এলাকা থেকে আব্দুল হককে আটক করে তার দেহ তল্লাশী করে নিষিদ্ধ উত্তেজনাকর ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
আব্দুল হক শায়েস্তাগঞ্জ থানার সুতাং চানপুর গ্রামের মৃত আঃ ছোবানের পুত্র।
সে সেখানকার পান ব্যবসায়ী। পুলিশ বাদী হয়ে আব্দুল হকের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। ৫০ পিস ইয়াবার বাজার মূল্য ১৫ হাজার টাকা।