নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রীজ এলাকা থেকে ফরহাদ মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। সে উমেদনগরের খয়ের উদ্দিনের পুত্র।
সোমবার রাত ৮টায় সদর থানার এসআই অরুপ কুমার চৌধুরী ও চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কিবরিয়া ব্রীজ এলাকায় অভিযান চালায়।
অভিযান কালে ফরহাদ মিয়ার আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মাদক বিক্রির কথা স্বীকার করে। সে জানায় গরু বাজার এলাকার মদের পাট্টা থেকে মদ এনে সে শহরের বিভিন্ন স্থানে বিক্রি করছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।