চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা আনাই উল্লার বসত বাড়ী লুটপাট ভাংচুর ঘটনায় ২জনের বিরুদ্ধে থানায় অভিযোগদায়ের করা হয়েছে।
জানা যায়, গত ০১ জুন বিকাল অনুমান ৩ ঘটিকার সময় চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামে তার নিজ বাসায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মোঃ আনাই উল্লা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দুই জনের বিরুদ্ধে আসামী করে দায়ের করেন।
পৌরসভার গুচ্ছ গ্রামের ইউনুছ মিয়ার পুত্র মোঃ মনির মিয়া (২৫), আব্দুল কাদিরের পুত্র আল আমিন (২৮)সহ দুইজনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আনাই উল্লার বসত বাড়ী ভাংচুর আসবাবপত্র যার অনুমান ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে ও সুকেচের ড্রয়ার ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।
এ সময় আনাই উল্লার ছেলে জখমী শাহিনের শোর চিৎকারে স্থানীয় লোকজন চুনারুঘাট হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এবং শাহিন মিয়া ও বাদী আনাই উল্লাসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে। এ ব্যাপারে আনাই উল্লা চুনারুঘাট থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।