চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে যৌথ বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনারুঘাট থানার এ.এস.আই আলমাস ও এ.এস.আই মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত ফটিক মিয়ার পুত্র হারুন মিয়া (৩৫) কে ৩২ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে আরো জানা যায়, বিশেষ অভিযানে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা বাজার থেকে ঠান্ডা মিয়ার পুত্র ছুনু মিয়া (৩৫) কে জি.আর ০৯/০৭ এর মামলায় ৬ মাসের কারাদন্ড অনাদায়ে ১০ হাজার টাকার জরিমানার ওয়ারেন্টের আসামী ও মিরাশী ইউনিয়নের হুরপাড়া গ্রামের মৃত আঃ কাদিরের পুত্র বাবুল মিয়া (২৫) নন-জি.আর ১০/১৭ (চুনাঃ) মামলার পলাতক আসামী ও সি.আর ১১৭/০৬ মামলার পলাতক ওয়ারেন্টের আসামী হুরপাড়া গ্রামের মৃত আঃ সহিদের পুত্র আরজু মিয়া (৪৫) ও সি.আর ২৮৩/১৭ মামলার পলাতক ওয়ারেন্টের আসামী চুনারুঘাট পৌরসভার মমিনপুর গ্রামের আঃ মন্নাফের পুত্র উস্তার মিয়া (৫০) ও উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের আঃ মন্নাফের পুত্র বাবুল মিয়া (৩৫) ও আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের আঃ ছোবহানের পুত্র ফারুক মিয়া (৩৫) সি.আর ২৩০/০৯ বন মামলার পলাতক ওয়ারেন্টের আসামী ও সিএনজি চোর ও মাদক সম্রাট আলমগীর সহ ০৮ জন পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বিশেষ অভিযান পরিচালনা করেন, এস.আই সুমুনুর রহমান, এ.এস.আই আলমাস, এ.এস.আই মোস্তফা, এ.এস.আই রাসেল সহ একদল পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক ৮ আসামীকে গ্রেফতার করে বুধবার সকালে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।