ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মো. সামছু মিয়া (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। সে উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্ধা।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর থেকে বাহুবরের উদ্যেশে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘষৃ হয়। এতে ঘটনাস্থলেই সামছু মিয়া মারা যান। এ ঘটনায় অন্তত আরও ৪ জন আহত হয়েচেন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বাহুবল উপজেলার চেয়ারম্যান আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।