ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের নোয়াহাঠি এলাকা থেকে মুক্তা দেব নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সে ওই এলাকার দিরেন্দ্র দেবের কন্যা ও স্থানীয় বিকেজিসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, সকালে নিজ বাসার রান্নারুমে ওই ছাত্রীর মরদেহ ঝুঁলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
হবিগঞ্জ সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।