নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের আনোয়ারপুর বাইপাস থেকে সুজন মিয়া (২৮) নামের এক মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সে আনোয়ারপুর গ্রামের রুনু মিয়ার পুত্র।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারি পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরীর আদালতে নিয়ে যাওয়া হলে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড দেন।