চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার বগাডুবি গ্রামের ৫ মদ্যপায়ীকে হুশিয়ার করে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও এলাকার মুরুব্বিয়ান।
জানা যায়, গত ৮ জুন রাত আটটায় মাতাল অবস্থায় ওই গ্রামের আঃ রশিদের ছেলে আঃ কাসেমের বাড়িতে বেপরোয়া মাতলামী করে একই গ্রামের বরকত আলীর পুত্র আমির হোসেন( ২০), নিরাঞ্জন নাথের পুত্র চিত্ত রঞ্জন নাথ (২৫), আহম্মদ আলীর পুত্র ইব্রাহীব (২২), নিপেন রাইর পুত্র মনি রাই (২২) ও মৃতঃ অলি মিয়ার পুত্র মালু মিয়া (৪৫)।
এর প্রতিবাদে পাড়ার লোকজন স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী ও ওয়ার্ড মেম্বার সোহেল কালাম আজাদ চৌধুরীর কাছে মৌখিক নালিশ করেন।
চেয়ারম্যান-মেম্বার ও স্থানীয় মুরুব্বিয়ানরা উভয় পক্ষের সম্মতি ক্রমে বুধবার সকাল দশটায় গ্রামে এক সালিশ বৈঠকের আয়োজন করেন। কিন্তু, উক্ত বৈঠকে মনি রাইয়ের বাবা নিপেন রাই ছাড়া আর কোন মদ্যপ বা তাদের কোন অভিভাবক উপস্থিত হননি। দীর্ঘ সময় অপেক্ষার পর বৈঠকে সিদ্ধান্ত গৃহিত হয়, পরবর্তীতে এই মদ্যপরা কোথাও মাতলামী কিংবা প্রকাশ্যে মদ পাণ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।